তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশে এই প্রথম নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন করা হলো। এর আদলে সারা দেশের প্রতিটি জেলায় একটি করে এই সেন্টার স্থাপন করা হবে। এই সেক্টর থেকে আগামী ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আয় করা যাবে। সেই সাথে ২০ লাখ মানুষের কর্মসংস্থানও করা হবে।
’

শুক্রবার বিকেলে নাটোর পুরাতন জেলখানা চত্বরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার’ এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক খলিলুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, মোট নয় কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকা ব্যায়ে এক দশমিক ১৫ একর জমির ওপর এই ‘শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ করা হবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে এই নির্মান কাজ শেষ হবে।
Leave a Reply